ঠাকুরগাঁওয়ে কালী মণ্ডপের প্রতিমা ভাংচুর ও দুর্গা মণ্ডপের সরঞ্জামাদি পুড়িয়ে দেয়ার ঘটনায় সদর উপজেলার নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সুপার ফারহাত আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার পোকাতি গ্রামে দু’টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
এইচএম / জেএইচ